ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
নোয়াখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ২০ ছবি: প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীতে জেলা ছাত্রদলের ডাকা বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকে ২৪ ঘণ্টার হরতালের শুরুতে সাতটি ককটেলের বিস্ফোরণ  ঘটিয়েছে দলের নেতাকর্মীরা।

সকালে ছাত্রদল নেতাকর্মীরা শহরের জজকোর্ট সড়কে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে।

এসময় তারা সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয়। এদিকে, সড়কে কোনো ভারি যানবাহন চলাচল করছে না।

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানকে আটক করার প্রতিবাদে জেলাজুড়ে এ হরতাল ডাকা হয়েছে।

অন্যদিকে, নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার ইলিয়াস শরিফ (এসপি) আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নাশকতা এড়াতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।