ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনায় ককটেল বিস্ফোরণে আহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
খুলনায় ককটেল বিস্ফোরণে আহত ১ ছবি: প্রতীকী

খুলনা: খুলনা মহানগরীর নিউ মার্কেট বায়তুন নূর মসজিদের সামনে ককটেল বিস্ফোরণে ইয়াসিন হোসেন (২৫) নামে এক ড্রাইভার আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।



একই দিনে নগরীর আরো কিছু স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতে কোনো খবর পাওয়া যায়নি।  

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ জানান, রাতে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। গাড়িটি নগরীর নিউ মার্কেট বায়তুন নূর মসজিদের সামনে পৌছালে দুর্বৃত্তরা এতে ককটেল হামলা চালায়। এতে ওই গাড়ির চালক ইয়াসিন হোসেন আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় একই সময়ে ঈগল পরিবহণের শিববাড়ী মোড় কাউন্টারে ২টি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। ককটেল দু’টি বিস্ফোরিত না হলেও ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ ককটেল দু’টি উদ্ধার করে।

এছাড়া সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নগরীর স্টেশন রোড, ডালমিল মোড়, নিরালা মোড় ও ফেরিঘাট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চলমান অবরোধের সমর্থনে এ ককটেল হামলা চালানো হয় বলে পুলিশ ধারণা করছে।  

বাংলাদেশ সময় : ১০১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।