ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হরতালের প্রভাব নেই পাবনায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
হরতালের প্রভাব নেই পাবনায় ছবি: প্রতীকী

পাবনা: পাবনা জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিমসহ তিন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে পাবনা জেলায় ২০ দলীয় জোটের ডাকা বুধবারের (১৪ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব পড়েনি জনজীবনে।

বেলা ১০টা পর্যন্ত পাবনার কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।



সড়ক ও মহাসড়কগুলোতে সিএনজি চালিত অটোরিকশা, অটোবাইক, শ্যালো ইঞ্জিন চালিত নসিমন ও করিমন চলাচল স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের দোকানপাটও খুলতে শুরু করেছে। তবে হরতালে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না।

রাস্তায় কোনো পিকেটারদের দেখা যায়নি। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা রাস্তায় টহল দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।