সিলেট: সিলেটে ছাত্রদল ও শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে চলছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৬টায় শুরু হওয়া হরতাল শেষ হবে সন্ধ্যা ৬টায়।
হরতালের শুরু থেকে সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীর বন্দরবাজার এলাকায় ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ এবং চৌকিদিখি এলাকায় ছাত্রশিবিরের ঝটিকা মিছিল থেকে কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর ছাড়া আর কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সকাল ৮টা ২৫ মিনিটের দিকে নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে জেলা ও মহানগর ছাত্রদল একটি ঝটিকা মিছিল বের করে। করিমউল্লাহ পয়েন্টে এসে মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তবে পুলিশ আসার আগেই দ্রুত স্থান ত্যাগ করেন হরতাল সমর্থকরা।
এছাড়া সকাল ৯টার দিকে নগরীর চৌকিদিখি এলাকায় শিবিরের একটি ঝটিকা মিছিল বের হয়। শিবিরকর্মীরা এসময় সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে আসামাত্র তারা পালিয়ে যায়।
এছাড়া কয়েকটি স্থানে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা কিছু হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে।
নগরীর কদমতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট।
এদিকে সবধরনের নাশকতা এড়াতে সিলেট নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও র্যাবসহ বিজিবি সদস্যরা। সকাল থেকেই নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে গাড়িযোগে টহল দিচ্ছেন তারা। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা এবং জাতীয় ও স্থানীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে এবং সিলেট মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে গ্রেফতারের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগরে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডাক দেয় ছাত্রদল ও ছাত্রশিবির।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫