খুলনা: খুলনায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধে যান চলাচল ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিএনপির ডাকা সারাদেশে লাগাতার অবরোধের ১০ দিনে সকাল ৯টা পর্যন্ত খুলনার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।
গত ৯ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিভাগের কোথাও বিএনপি নেতাকর্মীদের মিছিল-পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
অবরোধের মধ্যে পুলিশের কঠোর নিরাপত্তায় খুলনা থেকে দুই/একটি দূরপাল্লার যানবাহন ছেড়ে যেতে দেখা গেছে। যথাসময়েই ছেড়ে যাচ্ছে লঞ্চ ও ট্রেন। এ ছাড়া রিকশা, অটোরিকশা ও ইজিবাইক চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার সকাল থেকেই কর্মজীবীদের রাস্তায় চলাচল করতে দেখা গেছে। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দোকান-পাটও খুলতে শুরু করেছে।
এদিকে, খুলনা বিভাগের ১০ জেলায় বিএনপি বৃহষ্পতিবার (১৫ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল ডাকায় সহিংসতার আশঙ্কায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীমসহ আটক সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি, গ্রেফতার ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন এবং খালেদা জিয়া ঘোষিত ৭ দফা দাবি মেনে নেওয়ার প্রস্তাবে হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
এর আগে ৫ জানুয়ারি ঢাকায় ‘গণতন্ত্র হত্যা দিবস’-এর কর্মসূচি পালনে ব্যর্থ হলে খালেদা জিয়া সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫