গাজীপুর: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে জেলার বিভিন্ন স্থান থেকে ২০ দলীয় জোটের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত গত ১২ ঘণ্টায় গাজীপুর সদরে ৫ জন, টঙ্গীতে ১ জন ও শ্রীপুরে ৪ জনকে আটক করে পুলিশ।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান, টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে, অবরোধ চলাকালে মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে গাজীপুর মহানগরের মোগরখাল এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় একজন অগ্নিদগ্ধ হয়েছেন।
তবে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বাংলানিউজকে বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর আমরা জানি না।
একইদিন রাতে শ্রীপুর উপজেলার নয়নপুর ও রঙিলা বাজারে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে অবরোধকারীরা। এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
এছাড়া রাত ১২টার পর গাজীপুর শহরের রাজবাড়ি রোডে একাধিক ককটল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বাংলাদেশ সময়:১২১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫