ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মিঠাপুকুরে পেট্রোল বোমা হামলায় জড়িত জামায়াত-শিবির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
মিঠাপুকুরে পেট্রোল বোমা হামলায় জড়িত জামায়াত-শিবির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাসে পেট্রোল বোমা হামলায় ৪ জন নিহতের ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুইজনের পরিচয় জানা গেছে। তারা জামায়াত ও শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত।



এদের মধ্যে মন্টু (৪৫) জামায়াত ও সাদেকুল (২২) শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ জানতে পেরেছে।  

মঙ্গলবার দিনগত রাত দুইটার দিকে বাসে পেট্রোল বোমা ছুড়ে মারার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক আটজনকে আটক করে পুলিশ। এদের মধ্যে এখন পর্যন্ত দুজনের পরিচয় জানতে পেরেছে তারা। বুধবার সকালে আরো একজনকে আটক করেছে পুলিশ। এই নিয়ে মোট নয়জনকে আটক করা হলো।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক জামায়াত কর্মী মন্টু তার বাড়ির বাঁশবাগান থেকে বাসে পেট্রোল বোমা ছুড়ে মারেন। এতে দগ্ধ হয়ে চারজন নিহত এবং ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

এদিকে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর র‌্যাব ১৩-এর সিও লে. কর্নেল ইসমত হায়াত, রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির, ডিসি ফরিদ আহমেদ, পুলিশ সুপার আবদুর রাজ্জাক, পিপিএম ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল বাতাসন গ্রাম পরিদর্শনে গেছেন। এ সময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন আরো একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনগত রাত দুইটার দিকে ঢাকাগামী যাত্রীবাহী বাস খলিল পরিবহন (যশোর ব-১১৬৮৬০) উপজেলার বাতাসন গ্রাম এলাকায় পৌঁছালে বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধ সমর্থকরা পেট্রোল বোমা ছুড়ে মারে।

অগ্নিদগ্ধদের মধ্যে সেনাসদস্য নূর আলমের স্ত্রী মনোয়ারা, মেয়ে নুসরাত ও নাদিরা রয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইস) পাঠানো হয়েছে। মারাত্মক দগ্ধ অন্যদের রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর পরই রাতে বাতাসন গ্রামে অভিযান চালিয়ে সন্দেহভাজন আটজনকে আটক করে পুলিশ।

বাসে পেট্রোল বোমা হামলার পর ঘটনাস্থলে আহতদের লাগেজ ও জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।
 
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

** রংপুরে বাসে পেট্রোলবোমায় শিশুসহ নিহত ৪, আটক ৮

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।