ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি এখন নিজেদের নেতাদের ওপরই হামলা চালাচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
বিএনপি এখন নিজেদের নেতাদের ওপরই হামলা চালাচ্ছে ছবি: সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হরতাল অবরোধ দিয়ে জনগণের সাড়া না পেয়ে সন্ত্রাসের দল বিএনপি এখন নিজেদের দলের নেতাদের ওপর নিজেরাই হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আ’লীগের প্রচার প্রকাশনা সম্পাদক ও সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার(১৪ জানুয়ারি’২০১৫) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



হরতাল অবরোধের প্রতিবাদে আওয়ামী প্রজন্ম লীগ এ সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, বিএনপি এরইমধ্যে হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা ও গাড়িতে অগ্নিসংযোগ করে ২০জনের মতো মানুষ হত্যা করেছে। ২ শতাধিক মানুষকে আহত করেছে। এ পরিস্থিতিতেও দেশের মানুষ যখন হরতাল অবরোধে সাড়া দিচ্ছেনা তখন তারা নিজেরা নিজেদের দলের নেতাদের ওপর হামলা করছে। খালেদা জিয়া যাদের হাতে পেট্রোল বোমা তুলে দিয়েছে তারাই তার উপদেষ্টার ওপর হামলা করেছে।

তিনি আরও বলেন, যারা ক্ষমতায় যেতে চায়, জনগণের সমর্থন চায় তারা জনগণের ওপর পেট্রোল বোমা মারবে এটা কাম্য নয়। কোনো দেশে সেনাবাহিনী যুদ্ধের সময়ও জনগণের ওপর হামলা করেনা। যা আজ বিএনপিজোট করছে।

বিএনপি-জামায়াতজোটকে সন্ত্রাসের জোট উল্লেখ করে তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে সবাইকে সাড়া দেওয়ার কথাও বলেন তিনি।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মুহম্মদ আবদুল্লাহ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মোল্লা আবু কাওসার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।