ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপিই রিয়াজ রহমানের উপর হামলা করেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
বিএনপিই রিয়াজ রহমানের উপর হামলা করেছে মাহবুব-উল-আলম হানিফ

ঢাকা: রিয়াজ রহমানের উপর হামলা বিএনপিই করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

 

মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের উপর হামলা খালেদা জিয়ার রাজনীতির নীলনকশার অংশ। দেশব্যাপী বিএনপি যেসব সহিংসতা করছে এটা তার অংশ। এ হামলা বিএনপিই করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, সন্ত্রাস ছাড়ার লিখিত দিলে বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে। এ বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, এইচটি ইমাম আওয়ামী লীগের কেউ নয়।

মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান গুলিবিদ্ধ হন।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার পথে গুলশান-২ গোলচত্বর সংলগ্ন ৪৩ নম্বর রোডে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। এ সময় তার গাড়িতে আগুনও দেওয়া হয়।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। তার কোমর ও উরুতে দু’টি করে মোট চারটি বুলেট বিঁধেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

বাংলাদেশ সময় : ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

** রিয়াজ রহমানের উপর হামলার স্থানে সিআইডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।