ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আকরাম উদ্দিনের বাসভবনে বোমা হামলার প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
আকরাম উদ্দিনের বাসভবনে বোমা হামলার প্রতিবাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, এফবিসিসিআই-এর সভাপতি ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদের বাসভবনে বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে তিনটি সংগঠন।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ, গোপালগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকা ও কোটালীপাড়াবাসী, ঢাকা।


 
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপির ছত্রছায়ায় একদল সন্ত্রাসী কাজী আকরাম উদ্দিন আহমেদের বাসভবনে বোমা হামলা চালিয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত বিচারের দাবি করে।

বক্তারা হরতাল, অবরোধ, নৈরাজ্য, জঙ্গিবাদ, বোমাবাজীসহ সব ধরণের  ধ্বংসাত্মক কাজের তীব্র প্রতিবাদ জানানোর জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছে।

কোটালীপাড়া আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোল্লা আবু কাউসারসহ অন্যান্য নেতৃবৃন্দ।  
 
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।