ঢাকা: অস্ত্রোপচার শেষে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে।
দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টার অস্ত্রোপচার শেষে বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রিয়াজ রহমানকে পোস্ট অপারেটিভ কক্ষে নেওয়া হয়।
এরপর গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে চিকিৎসকরা জানান, রিয়াজ রহমানকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অস্ত্রোপচার শেষে রিয়াজ রহমানকে পোস্ট অপারেটিভ কক্ষে আনার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ তার শয্যাপাশে কিছু সময় ছিলেন।
হাসপাতাল থেকে বের হয়ে এসে মওদুদ সাংবাদিকদের বলেন, আমি তাকে দেখে এসেছি। রিয়াজ রহমানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি এখনো অজ্ঞান অবস্থায় আছেন। অস্ত্রোপচারের সময় তাকে দেওয়া অ্যানেসথেসিয়ার প্রভাব এখনো যায়নি।
মওদুদ বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলে যতোটুকু জেনেছি, বুলেট শরীরের এক স্থান দিয়ে প্রবেশ করে অন্য স্থান দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু বুলেট যেসব জায়গা দিয়ে ঢুকে বেরিয়ে গেছে, সেসব জায়গায় মারাত্মক জখম হয়েছে।
অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।
মওদুদ বলেন, রিয়াজের মতো একজন নিরীহ সজ্জন কূটনীতিককে এভাবে হত্যার অপচেষ্টায় আমরা উদ্বিগ্ন। আশা করি, সরকার দ্রুত হামলাকারীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা নেবে।
রিয়াজ রহমানের জামাতা আরসালান কুদ্দুস সাংবাদিকদের বলেন, ডাক্তাররা বলেছেন, তাকে তিন সপ্তাহ এ হাসপাতালে থাকতে হতে পারে। অস্ত্রোপচার হলেও তার অবস্থা নিয়ে আমরা উদ্বিগ্ন। তার আশু আরোগ্য কামনায় আমাদের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশান দুই নম্বরের কাছে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হন রিয়াজ রহমান। সঙ্গে সঙ্গে তাকে রক্তাক্ত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের অধ্যাপক ডা. আমিনুল হাসানের নেতৃত্বে ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠিত হয়। রিয়াজ রহমানের পা ও কোমড়ের চারটি ক্ষত পরিস্কারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এ বোর্ড।
মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন সার্জারি বিভাগের বিশেষজ্ঞ লে. জেনারেল একেএম জাফরুল্লাহ সিদ্দিক, নিউরোমেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মাহবুবুর রহমান, ডায়াবেটিক বিভাগের বিশেষজ্ঞ ডা. নাজমুল ইসলাম, মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ মো. ইকবাল হোসেন ও অ্যানেসথেসিয়া বিভাগের বিশেষজ্ঞ অধ্যাপক মো. শহীদুল্লাহ।
সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান, ড. মুশফিকুর রহমান, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কূটনীতিক ও অবসরপ্রাপ্ত উধ্বর্তন সরকারি কর্মকর্তারা রিয়াজ রহমানকে দেখতে হাসপাতালে আসেন।
আইসিইউতে রিয়াজ রহমানের পাশে আছেন তার স্ত্রী নার্গিস রহমান, মেয়ে আমেনা রহমান ও ছোট ভাই ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
** রিয়াজ রহমানের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি মওদুদের
** বিএনপিই রিয়াজ রহমানের উপর হামলা করেছে
** রিয়াজ রহমান আশঙ্কামুক্ত নন
** রিয়াজ রহমানের ওপর হামলায় শত নাগরিকের নিন্দা
** রিয়াজ রহমানের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে