ঢাকা: ‘অবরুদ্ধ’ খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দেখা করেছেন বিএনপিপন্থি ৩ আইনজীবী। এ তিন আইনজীবী হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট এ জে মোহাম্মদ আলী, বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী ও অ্যাডভোকেট আসাদুজ্জামান।
বুধবার রাত ৮টায় কার্যালয়ের গেটে আইনশৃঙ্খলা বাহিনীর বেষ্টনী পেরিয়ে ভেতরে প্রবেশ করেন তারা। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর রাত নয়টার দিকে বের হয়ে আসেন তারা। এ সময় তারা সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার সঙ্গে আইনগত বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে তাদের।
৩ জানুয়ারি থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ৫ জানুয়ারিকে সামনে রেখে তার কার্যালয়ের সামনে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। এ সময় নিজেকে ‘অবরুদ্ধ’ দাবি করেন খালেদা জিয়া।
অবশ্য গুলশানে ‘অবরুদ্ধ’ খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলীয় নেতাকর্মী সহ সাংবাদিক,আইনজীবী ও পেশাজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। আবার অনেকে দেখা করতে এলেও পুলিশের বাধায় ভেতরে প্রবেশের সুযোগ পাননি।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫