ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির সর্বোচ্চ নেতাদের বিচার দাবি জয়ের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বিএনপির সর্বোচ্চ নেতাদের বিচার দাবি জয়ের সজীব ওয়াজেদ জয়

ঢাকা: সন্ত্রাসী হামলার নির্দেশের অভিযোগ তুলে বিএনপির সর্বোচ্চ নেতাদের বিচার দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
 
বুধবার (১৪ জানুয়ারি) রাতে জয় তার ফেসবুক স্ট্যাটাসে এ বিচার দাবি করেন।


 
ফেসবুক স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় লিখেন, গত রাতে রংপুরে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা চারজন মানুষকে পুড়িয়ে মেরে ফেলেছে। বিগত কয়েকদিনে তারা আরও বেশ কিছু মানুষকে কাপুরুষোচিতভাবে হামলা করে অগ্নিসংযোগের মাধ্যমে আহত এবং নিহত করেছে। এগুলো সন্ত্রাসবাদ ও হত্যাকাণ্ড। এ ধরনের সন্ত্রাসী হামলা আমাদের থামাতেই হবে।
 
তিনি আরও লেখেন, এগুলো ততক্ষণ বন্ধ হবে না যতক্ষণ না যেসব নেতারা এ ধরনের সন্ত্রাসী হামলার নির্দেশ দেয় তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিএনপির সর্বোচ্চ নেতৃত্বকে সন্ত্রাস ও হত্যার অভিযোগে অভিযুক্ত করা উচিৎ।
 
বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।