ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

পটুয়াখালীতে অটোরিকশায় আগুন, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪০, জানুয়ারি ১৫, ২০১৫
পটুয়াখালীতে অটোরিকশায় আগুন, আটক ১

পটুয়াখালী: ২০ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে পটুয়াখালীতে অটোরিকশায় অগ্নিসংযোগ ও পিকেটিং করেছে বিএনপির কর্মীরা। নাশকতার অভিযোগে বিএনপির এক কর্মীকে আটক করেছে দুমকী থানা পুলিশ।



বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টার দিকে শহরের কলেরপুকুরপাড় এলাকায় একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থনকারীরা।

এক পর্যায়ে রিকশার সিট রাস্তায় ফেলে রেখে রিকশা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন রিকশাচালক।

ঠিক একই সময়ে শহরের জুবিলী স্কুলের সামনে ২টি অটোরিকশা ভাঙচুর করে পিকেটাররা।

এছাড়া শহরের আর কোথাও কোনো ধরনের পিকেটিং এর খবর পাওয়া যায়নি। হরতালের পক্ষে বা বিপক্ষে কোনো মিছিল মিটিং হয়নি।

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ