ধামরাই(ঢাকা): ঢাকার ধামরাইয়ে অবরোধের সমর্থনে গার্মেন্টসের শ্রমিক বাহী একটি বাসে (ঢাকা মেট্রো-জ-১১-০০-৩১) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারাহুড়া করে বাস থেকে নামতে গিয়ে অন্তত ২৫ জন শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (১৪জানুয়ারি) রাত ৮টার দিকে কালামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাভারের আশুলিয়ার বিশমাইল এলাকায় বিদেশি মালিকানাধীন গ্লোবাল নিট ওয়্যার গার্মেন্টসের ৬০ জন শ্রমিককে নিয়ে বাসটি রওয়ানা দেয়। ধামরাইয়ের কালামপুর বাজার এলাকায় আতাউর রহমান কলেজের সামনে পৌঁছালে বাসটি থামিয়ে অবরোধকারীরা ভাঙচুর শুরু করে। তারাহুড়া করে নামতে গিয়ে বাসে থাকা ৬০ জনের মধ্যে অন্তত ২৫ জন শ্রমিক গুরতর আহত হন। পরে শ্রমিকরা নেমে যাওয়ার পরে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় অবরোধকারীরা।
স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেন।
বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ধামরাইয়ের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও, ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
গার্মেন্টস শ্রমিকবাহী বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ধামরাই থানা পুলিশ কালামপুর বাজার এলাকা পরিদর্শন করে। তবে বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫