ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

রাজধানীর হরতাল শুরুর আগেই পুড়লো ট্রাক, কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৭, জানুয়ারি ১৫, ২০১৫
রাজধানীর হরতাল শুরুর আগেই পুড়লো ট্রাক, কার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: হরতাল শুরুর নির্ধরিত সময়ের আগেই রাজধানীর খিলগাঁওয়ে একটি ট্রাক ও একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে ২০-দলীয় জোটের কর্মীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর ৪টা ৪০ মিনিটে খিলগাঁওয়ের জোড়পুকুরপাড়ে এই ঘটনা ঘটায় তারা।


 
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দেয়।

তবে হরতালের নির্ধারিত সময় শুরু হওয়ার আগে ভোর থেকেই রাজধানীসহ দেশের বেশ কয়েকটি জেলায় শুরু হয় হরতাল সমর্থকদের তাণ্ডব। ঢাকার বাইরেও কয়েকটি পরিবহনে আগুন দেয় হরতাল সমর্থনকারীরা।

ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার ভজনকুমার সরকার বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নেভায়।  

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময় ০৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ