গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অগ্নিদগ্ধ বাসচালক তোফাজ্জল হোসেন (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কালিয়াকৈর থানা সংলগ্ন তালিমাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্রের সামনে একটি বাসের চালক গাড়ির মধ্যে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৪/৫ টার দিকে গাড়িটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
** রাজধানীর হরতাল শুরুর আগেই পুড়লো ট্রাক, কার
বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫