নাটোর: নাটোরের আহমেদপুরে সিমেন্ট বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে হরতাল ও অবরোধকারীরা। এসময় ট্রাকের চালক ও হেলপারকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নাটোর ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, ভোরে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নাটোরের দিকে আসছিল। পথে ট্রাকটি নাটোর-ঢাকা মহাসড়কের আহমেদপুর এলাকায় পৌঁছুলে অবরোধ ও হরতাল সমর্থকরা ট্রাকটির গতিরোধ করে।
এসময় বাধা দিলে তারা ট্রাকের চালক ও হেলপারকে নামিয়ে বেধড়ক মারধর করে ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশসহ নাটোর ফায়ার স্টেশনের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বাংলানিউজকে জানান, আহত চালক ও হেলপারকে উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫