ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে ছাত্রদলের মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বরিশালে ছাত্রদলের মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ২০ দলীয় জোটের ডাকা বৃহস্পতিবারের (১৫ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালে বরিশালে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

সকাল ৭টার দিকে নগরীর নাজিরের পুল সংলগ্ন এলাকা থেকে ছাত্রদল কর্মীরা একটি মিছিল বের করে।

এসময় সেখানে দায়িত্বরত পুলিশকে লক্ষ্য করে তারা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এতে তারা পালিয়ে যায়।

এছাড়া হরতালের সমর্থনে নগরীর কোথাও বড় আকারের কোনো পিকেটিং বা মিছিলের খবর পাওয়া যায়নি।

হরতালের কারণে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যান ছেড়ে যায়নি। তবে বরিশালের রুপাতলী ও নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করলেও তা ছিলো অন্যদিনের তুলনায় কম। অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচলও স্বাভাবিক রয়েছে।

বরিশাল কেন্দ্রীয় বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী বাড়লে যান চলাচলও বেড়ে যাবে।

নাশকতা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন ছাড়াও অলি-গলিতে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে বুধবার রাতে হরতালের সমর্থনে নগরীর গোরাচাঁদদাস রোডের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বরিশাল (অস্থায়ী) আঞ্চলিক কার্যালয়ে ও সদর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয়দের তৎপরতায় থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছুলে তা দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।