জয়পুরহাট: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে জয়পুরহাটে মিছিল-সমাবেশ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে ২০ দলীয় জোটের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধানের নেতৃত্বে বেশ কয়েক বার বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
হরতালের কারণে শহরের দোকান-পাট, ব্যবসা-প্রতিষ্ঠানসহ যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, বুধবার গভীররাতে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের শুকতাহার মোড়ে দু’টি ট্রাক ও একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা। এ ঘটনায় পুলিশ এখানো কাউকে আটক করতে পারেনি।
জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিমান চন্দ্র কর্মকার বাংলানিউজকে জানান, দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি থেকে নওগাঁ যাওয়ার পথে একটি কয়লা বোঝাই, একটি মাছের পোনা বহনকারী মিনি ট্রাক ও একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫