ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
সিলেটে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতাল সমর্থনে সকালে ২০ দলীয় জোট নেতাকর্মীরা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে।

বিস্ফোরণ ঘটানো হয়েছে বেশ কয়েকটি ককটেল।

এছাড়া পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা নিক্ষেপের খবর পাওয়া গেলেও অস্বীকার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় নগরীর নয়াসড়ক এলাকায় মিছিল করে হরতাল সমর্থকরা। এসময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনো হয়।
 বাধা দিতে গেলে কোতোয়ালি মডেল থানার ওসির গাড়ি লক্ষ্য করে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে তারা।

আত্মরক্ষায় ও হরতালকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৮ রাউন্ড গুলি ছোড়ে। তবে এতে কেনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে কাউকে আটকও করতে পারেনি পুলিশ।

এর আগে সকাল ৭টায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সিলেটের দক্ষিণ সুরমায় অতিরবাড়ি এলাকায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে।

প্রায় ১০ মিনিট সড়ক অবরোধ রাখার পর পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।

অবশ্য গাড়িতে ককটেল ও পেট্টোল বোমা নিক্ষেপের ঘটনা অস্বীকার করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, মিছিলকারীরা পুলিশের গাড়ির সামনে পড়লে তাদের ছত্রভঙ্গ করতে আট রাউন্ড গুলি ছোড়া হয়।

এদিকে সিলেট দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, বৃহস্পতিবার ভোরে সিলেট দক্ষিণ সুরমা শিবিরের সেক্রেটারি আজিজুল আম্বিয়া তারেককে আটক করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে অবরোধের মধ্যেও বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হরতাল পালন করছে ২০ দলীয় জোট।

প্রথমে ২৪ ঘণ্টা হরতালের ঘোষণা দিলেও পরে তা কমিয়ে ১২ ঘণ্টা করা হয়। ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।