ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

কুমিল্লায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ চলছে, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৩, জানুয়ারি ১৫, ২০১৫
কুমিল্লায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ চলছে, আহত ৬

কুমিল্লা: কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। এতে ছয়জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।



এদের মধ্যে কোতোয়ালি যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোমেনকে কুপিয়ে জখম করা হয়েছে। বাকি আহতদের নাম জানা যায়নি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় ককটেল বিস্ফোরণে কান্দিরপাড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

বেলা পৌনে ১১টায় এ প্রতিবদেন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে কান্দিরপাড়ের দলীয় কার্যালয় থেকে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করে। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

বিএনপি নেতাকর্মীরা রাণীরদিঘীর পাড়ে ও ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান করছে।

বর্তমানে (বেলা পৌনে ১১টা) পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ