ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদার কার্যালয় এলাকার সড়কে আরও কড়াকড়ি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, জানুয়ারি ১৫, ২০১৫
খালেদার কার্যালয় এলাকার সড়কে আরও কড়াকড়ি ছবি: জাহিদ সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গুলশানে রাজনৈতিক কার্যালয়ে ১৩তম দিনের মতো অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

অন্যান দিনের মত বৃহস্পতিবারও (১৫ জানুয়ারি) ৮৬ নম্বর রোডে খালেদা জিয়‍ার রাজনৈতিক কার্যালয় ঘিরে রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।



তবে সকাল থেকে এ সড়কে চলাচলে আরও কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমনকি সাংবাদিকদের কোনো যান ভোর থেকে এ সড়কে প্রবেশ করতে গেলেই থামিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া কার্যালয়ের আশপাশের কয়েকটি চায়ের দোকান উঠিয়ে দিয়েছে পুলিশ।

তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সদ্যসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খালেদা জিয়ার কার্যালয়ের মূল ফটকের দু’পাশের সড়কে পুলিশের পিকআপ ও জলকামান রেখে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে।

গত ৩ জানুয়ারি রাত থেকেই খালেদা জিয়া তার এ কার্যালয়ে অবস্থান করছেন।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে। তবে হরতালকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। সকাল থেকে কোনো নেতাকর্মীও সাক্ষাত করতে আসেন নি।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ