ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার শুনানি গ্রহণে সময়ের আবেদন মঞ্জুর হয়েছে। তবে এই মামলায় সাক্ষ্যগ্রহণ মুলতবির আবেদন না মঞ্জুর করেছেন আদালত।
তারই পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বৃহস্পতিবার শুরু হয়ে গেছে মামলার সাক্ষ্যগ্রহণ। সাক্ষ্য দিচ্ছেন মামলার বাদী ও প্রধান সাক্ষী দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক হারুন-অর-রশিদ।
রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজ অস্থায়ী আদালতে দুর্নীতির মামলা দু’টির বিচার চলছে। সাক্ষ্য নিচ্ছেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু আহমেদ জমাদার।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হরতাল চলাকালে খালেদা জিয়া এই মামলার শুনানিতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় আবেদন করেন। এছাড়াও সাক্ষ্য গ্রহণ মুলতবির আবেদনও করেন তার আইনজীবীরা। এর মধ্যে একটি আবেদন না মঞ্জুর করে বিচারিক কার্যক্রম শুরু করেন আদালত।
সাক্ষ্যগ্রহণের শুরুতেই অবশ্য ‘এজাহার দেখে সাক্ষ্য দেওয়া’র বিষয় নিয়ে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে বসচা হয়।
এর পরপরই সাক্ষ্যগ্রহণ মুলতবি আবেদন না মঞ্জুরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। সে আবেদনটিও না-মঞ্জুর করে দেন বিচারক আবু আহমেদ জমাদার।
এরপর আসামী পক্ষের আইনজীবীরা সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু করেন।
বাংলাদেশ সময় ১১২১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫