ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

বেনাপোলে ১০টি হাতবোমাসহ জামায়াতের ২ নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৩, জানুয়ারি ১৫, ২০১৫
বেনাপোলে ১০টি হাতবোমাসহ জামায়াতের ২ নেতা আটক ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল পোর্টথানার ভবারবেড় গ্রাম থেকে ১০টি হাতবোমাসহ জামায়াতের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এদের আটক করা হয়।



এরা হলেন-বেনাপোল পৌর জামায়াতের সভাপতি আইয়ুব হোসেন (৬০) ও ভবারবেড় ওয়ার্ড জামায়াতের সভাপতি সুলতান আহম্মেদ (৭০)। তাদের বাড়ি ওই একই গ্রামে।

পুলিশ জানায়, জামায়াতের কয়েকজন নেতাকর্মী ভবারবেড় গ্রামে বসে নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় অন্যরা পালিয়ে গেলেও ওই দুই নেতাকে ১০টি তাজা হাতবোমাসহ আটক করা হয়।

আটক দু’জনকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ