ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ১৫ কর্মীসহ গ্রেফতার ৬১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ১৫ কর্মীসহ গ্রেফতার ৬১ ছবি: প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ১৫ কর্মীসহ ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) রাতভর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



এর মধ্যে জামায়াত-শিবিরের ১১ ও বিএনপির চার কর্মী রয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, সারাদেশে ২০ দলের ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালে সাতক্ষীরার জনজীবন স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার পরিবহন চলাচল না করলেও অভ্যন্তরীণ সব সড়কে বাসসহ অন্যান্য পরিবহন চলাচল করছে। স্বাভাবিক নিয়মেই খুলেছে দোকান-পাট, অফিস-আদালত। দুপুর পর্যন্ত হরতালের সমর্থনে সাতক্ষীরার কোথাও মিছিল, মিটিং বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।