ঢাকা: দেশের বর্তমান সংকট নিরসনে জাতিসংঘের সহায়তায় রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার পার্টির (বিএমপি) চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) প্রধান ব্যারিস্টার নাজমুল হুদা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নতুন জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।
ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, দেশের বর্তমান সংকটের কারণে রাজনৈতিক দলের নেত্রী যেমন অবরুদ্ধ হয়ে আছেন, তেমনি জাতিও আজ অবরুদ্ধ। দেশ এবং জাতিকে বাঁচাতে এবং মানবাধিকার রক্ষায় আগামীতে সুষ্ঠু নিবাচন প্রয়োজন।
‘এজন্য জাতিসংঘের সহায়তায় রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার পথ তৈরি করতে হবে’—বলেন তিনি।
এর আগে অনুষ্ঠানের শুরুতে ২৬টি রাজনৈতিক দল নিয়ে একটি রাজনৈতিক জোটের ঘোষণা দেন ব্যারিস্টার নাজমুল হুদা।
জোটে নাজমুল হুদার বিএমপি ছাড়াও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল কংগ্রেস, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক কমিটি, জাগো বাঙালি, ইউনাইটেড মাইনোরিটি পার্টি, সম্মিলিত নাগরিক পার্টি, ইনসাফ পার্টিসহ আরো ১৭টি দল রয়েছে।
এর আগে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ২০১০ সালে বিএনপি থেকে নাজমুল হুদাকে বহিষ্কার করা হয়। এরপর তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) গঠন করেন।
এর কিছুদিন পর আবারও নতুন দল বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) গঠনের ঘোষণা দেন নাজমুল হুদা।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
** চেয়ারে বসা নিয়ে জোট নেতাদের বাক-বিতণ্ডা