ঢাকা: সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির কার্যালয়ের সামনের গেটে কে বা কারা তালা লাগিয়ে দিয়েছেন।
পরে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা তা ভেঙে ফেলেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে গেটে তালা
লাগানো হয়।
এবিষয়ে আইনজীবীরা জানান, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের বিদায় সংবর্ধনা শেষে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা বের হতে গেলে গেটে তালা লাগানো দেখতে পান।
এ সময় তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে তারা সমিতির সামনের কার্যালয়ের গেটের তালা ভেঙে ফেলেন।
আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা বাংলানিউজকে বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভেতর থেকেই ষড়যন্ত্রমূলকভাবে এই তালা দেওয়া হয়েছে। কারণ, হিসেবে তারা বলেন, এ সমিতিতে বেশির ভাগই বিএনপিপন্থি আইনজীবী রয়েছেন।
বাংলাদেশসময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫