ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে অগ্নিসংযোগ-ভাঙচুর, আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
সিরাজগঞ্জে অগ্নিসংযোগ-ভাঙচুর, আটক ৬ ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: ট্রাকে অগ্নিসংযোগ, অটোরিকশা ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে সিরাজগঞ্জে হরতাল পালন করছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

 

এদিকে, নাশকতার ঘটনায় পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ দলীয় জোটের ছয় কর্মীকে আটক করেছে।

এর আগে বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১২টার সময় বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের পাঁচিলা বাজারে একটি ট্রাকে অগ্নিসংযোগ করে পিকেটাররা। এতে ট্রাকটি আংশিক পুড়ে যায়।

একই সময় সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ারপাঁচিল এলাকায় একটি বিআরটিসি বাস ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব ঘটনায় সকাল থেকে স্থানীয় ২০ দলীয় জোট ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ নাশকতার ঘটনায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।

এদিকে, বুধবার (১৪ জানুয়ারি) রাতে শহরের এসএস রোডে হরতালের সমর্থনে মিছিল শেষে বাড়ি ফেরার পথে জামায়াত কর্মী সন্দেহে ইউসুফ আলী (৩০) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ এসে তাকে আটক করে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

একই সময় সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায় হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিল থেকে একটি ককটেল বিস্ফোরণ করে মিছিলকারীরা।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক ট্রাকে অগ্নিসংযোগের বিষয়টি ও সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম আটক ও ভাঙচুরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।