ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদার বাড়ি ঘেরাও করবে মটর চালক লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, জানুয়ারি ১৫, ২০১৫
খালেদার বাড়ি ঘেরাও করবে মটর চালক লীগ ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হরতাল-অবরোধের নামে চালক হত্যা বন্ধ না হলে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বাড়ি ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ।
 
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে হরতাল-অবরোধের প্রতিবাদ, চালক হত্যা বন্ধ ও ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।


 
সমাবেশে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বলেন, অবরোধ-হরতালের নামে খালেদা জিয়া  ‘মানুষ হত্যায়’ মেতেছেন।
 
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে খালেদার নির্দেশে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, চালক হত্যা করা হচ্ছে। চালক হত্যা বন্ধ না করা হলে সারাদেশের চালকদের নিয়ে তার (খালেদা) বাড়ি ঘেরাও করা হবে।
 
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী হোসেন বলেন, চালকরা তো কারো ক্ষতি করেন না। পেটের দায়ে তারা রাস্তায় নামেন। হরতাল-অবরোধের নামে গাড়িতে আগুন দিয়ে তাদের হত্যায় মেতেছেন খালেদা।
 
গত কয়েকদিনে বেশ কয়েকজন চালককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। অনেকে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। এর জবাব খালেদা কিভাবে দেবেন।
 
চালকদের প্রতি সম্মান জানিয়ে হরতাল-অবরোধ তুলে নিতে খালেদার প্রতি আহ্বান জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ