ঢাকা: চেয়ারে বসা নিয়ে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। অবশ্য পরে স্বয়ং নাজমুল হুদার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) নামে নতুন জোটের ঘোষণা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে নতুন জোট বিএনএ-এর আত্মপ্রকাশ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জোটের শরীক ২৬ দলের নেতারা উপস্থিত হন।
অনুষ্ঠান শুরুর এক পর্যায়ে নাজমুল হুদা নতুন জোটের ঘোষণা করেন। এরপর জোটের কার্যক্রম নিয়ে বক্তব্য দিচ্ছিলেন তিনি।
এ সময় অনুষ্ঠানস্থলে সামনের সারিবদ্ধ চেয়ারে বসা নিয়ে জোটের অন্যতম শরীক বাংলাদেশ ইনসাফ পার্টির চেয়ারম্যান শহীদ চৌধুরী এবং ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান আবদুল্লাহ জিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। এতে অনুষ্ঠানের কার্যক্রম বেশ কিছুক্ষণ বন্ধ থাকে।
প্রথমে জোটের অন্যান্য নেতা বিষয়টি মিটমাট করতে ব্যর্থ হন। এক পর্যায়ে স্বয়ং নাজমুল হুদার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নাজমুল হুদার নতুন দল বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) ছাড়াও জোটে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল কংগ্রেস, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক কমিটি, জাগো বাঙালি, ইউনাইটেড মাইনোরিটি পার্টি, সম্মিলিত নাগরিক পার্টি, ইনসাফ পার্টিসহ আরো ১৭টি দল রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫