ঢাকা: ‘ভাত দে কাপড় দে, অবরোধ তুলে নে’, ‘মানি না অবরোধ মানবো না’- এ রকম স্লোগানে গুলশানে জড়ো হয়েছিলেন হাজার খানেক শ্রমজীবী মানুষ।
পেটের তাগিদে তারা রাস্তায় নেমেছেন বলে বাংলানিউজকে জানান।
তবে পুলিশি বাধায় আধঘণ্টার মধ্যেই তাদের মিছিল শেষ হয়ে যায়।
বৃহস্পতিবার সকাল ১১টায় গুলশান খেলার মাঠে জড়ো হয়ে স্লোগানসহ মিছিল নিয়ে এই শ্রমজীবী মানুষ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় ঘেরাওয়ে বের হয়েছিলেন।
তারা গুলশান গোলচত্বরে পুলিশি বাধা পেয়ে সেখানে ১৫ মিনিট অবস্থান করে আবার স্লোগান দিতে দিতে ফিরে যান।
দিনমজুর এ সব শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা ভাত, কাপড় চান। দিনে কাজ করতে চান। কিন্তু, অবরোধ-হরতালের কারণে তারা কাজ খুঁজে পাচ্ছেন না।
‘দিনমজুর শ্রমজীবী জনতা’-র ব্যানারে স্লোগান মিছিলের সঙ্গে শ্রমিকরা কুড়াল, কাস্তে, কোদাল ও ঝুঁড়ি বহন করেন।
শ্রমিকদের একজন হাজেরা বেগম বাংলানিউজকে জানান, তিনি বনানী টিঅ্যান্ডটি কলোনির পাশের এক বস্তিতে থাকেন। হরতাল-অবরোধের কারণে গত ১১ দিন ধরে কোনো কাজ পাচ্ছেন না তিনি।
কাজ না পেলে ছেলে-সন্তানদের খাওয়াবো কীভাবে- এ প্রশ্ন রেখে হাজেরা বেগম বলেন, সবাই বলছে, মিছিল দিতে। তাই, চলে আসছি।
কাঁধে কোদাল-ঝুড়ি নিয়ে আসা আরেক দিনমজুর আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, খালেদা অবরোধ দিলে আমার মতো শ্রমিকদের বিপদ হয়।
তার সঙ্গে থাকা আরেক তরুণ শ্রমিক বলেন, সব কিছুই চলে। শুধু আমরা কাজ পাই না অবরোধ-হরতাল কার্ফু দিলে।
মিছিলে শতাধিক শ্রমজীবী নারী শ্রমিক অংশ নেন। এদের একজন জানান, তিনি আওয়ামী লীগ করেন। তারা সবাই আওয়ামী লীগ করেন। কিন্তু, মিছিল করছেন পেটের তাগিদে।
তিনি খালেদার প্রতি দাবি রেখে বলেন, আপনি অবরোধ তুলে দেন। শ্রমিকদের পেটে লাথি মারবেন না।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
** পুলিশি বাধায় ফিরে গেলেন দিনমজুর-শ্রমজীবী জনতা