ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

শয়তান প্রতিরোধ কমিটি গঠন করা হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, জানুয়ারি ১৫, ২০১৫
শয়তান প্রতিরোধ কমিটি গঠন করা হচ্ছে ছবি: রেহানা/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীতে হরতালের লেশমাত্র নেই দাবি করে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপির অবরোধে কোনো প্রভাব না থাকায় হরতালের ডাক দিয়েছে। কিন্তু ঢাকা শহরে হরতালের লেশমাত্র নেই।

হরতাল-অবরোধের নামে সহিংসতা করে লাভ হবে না।

এ সময় মায়া বলেন, সহিংসতাকারীদের মোকাবেলা করার জন্য ‘শয়তান প্রতিরোধ কমিটি’ গঠন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল-অবরোধবিরোধী মিছিলপূর্ব সমাবেশে তারা এ সব কথা বলেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল হক সবুজের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, যুগ্মসম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, দফতর সম্পাদক শহীদুল ইসলাম মিলন প্রমুখ।

বিএনপির রাজনৈতিক ব্যর্থতার কথা তুলে ধরে মায়া বলেন, এদের কোনো ভবিষ্যত নেই। তাদের দিয়ে কখনো রাজনীতি করা সম্ভব নয়।

এ সময় তারেক রহমানের উদ্দেশে মায়া বলেন, বিদেশে বসে ষড়যন্ত্র না করে সাহস থাকলে দেশে আসেন। সব মামলার মোকাবেলা করেন।

সমাবেশে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, রিয়াজ রহমান একজন সহজ-সরল মানুষ। তার ওপর গুলিবর্ষণ করে ‘বলির পাঠা’ বানানো কিংবা বিদেশি বন্ধুদের কৃপা লাভের উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, সহিংসতার পথ পরিহার করুন। নয়তো যে অনল আপনি জ্বালিয়েছেন, সেই অনলে আপনি নিজেই দগ্ধ হবেন।

সমাবেশ শেষে মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আশপাশের সড়ক ঘুরে আবার যথাস্থানে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ