ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হবিগঞ্জে এসপির বাসার সামনে ককটেল হামলা, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
হবিগঞ্জে এসপির বাসার সামনে ককটেল হামলা, আহত ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় পুলিশ সুপারের (এসপি) বাসভবনের ফটকের কাছে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে আল-আমিন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।



সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা বৃহস্পতিবারের (১৫ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

আহত আল-আমিন জেলার মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের হাসান আলীর ছেলে। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুর্বৃত্তরা পুলিশ সুপারের বাসভবনের ফটক লক্ষ্য করে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তখন ওই বাসার সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী আল-আমিন আহত হন।

হবিগঞ্জ সদর থানা পুলিশ এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।


এদিকে, খবর পেয়ে আল-আমিনের খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।