ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

গাইবান্ধায় হরতালে পিকেটিংকালে আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, জানুয়ারি ১৫, ২০১৫
গাইবান্ধায় হরতালে পিকেটিংকালে আটক ২ ছবি: প্রতীকী

গাইবান্ধা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে পিকেটিংকালে দুই পিকেটারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে জেলা সদর উপজেলার নতুন বাজার ও সাঘাটা উপজেলার বোনারপাড়া হাকিমের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- সদর উপজেলার কিশামত ফলিয়া গ্রামের আলাল মিয়ার স্ত্রী লাইলী বেগম (৪০) ও সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতইল গ্রামের মতিয়ার রহমান টুকুর ছেলে নুরুজ্জামান (৩৫)।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে নতুন বাজার এলাকায় ইজিবাইক ভাঙচুরের সময় লাইলীকে আটক করা হয়।

বোনারপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান বাংলানিউজকে জানান, বোনারপাড়া হাকিমের মোড় এলাকায় পিকেটিংকালে নুরুজ্জামানকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ