ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজারে পুলিশ- বিএনপি সংঘর্ষে আহত ১০, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
মৌলভীবাজারে পুলিশ- বিএনপি সংঘর্ষে আহত ১০, আটক ৩

মৌলভীবাজার: বিএনপি নেতৃতত্বাধীন ২০দলীয় জোটের ডাকা সকাল- সন্ধ্যা হরতালে মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ১০জন আহত হয়েছেন। এ সময় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনসহ তিনজনকে আটক করে পুলিশ।



বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে শহরের সিকন্দর আলী সড়ক থেকে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক নামপরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০দলীয় জোটের একটি মিছিল হরতাল ও অবরোধের সমর্থনে শহরের শমসেরনগর রোড থেকে শুরু হয়ে চৌমুহনা চত্বর হয়ে সিকন্দর আলী সড়কের মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে এ সময় চৌমুহনা থেকে একটি পুলিশ ভ্যান ঘটনাস্থলে আসলে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় ১০জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনসহ আরো দু’জনকে আটক করে। দু’জনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জনান, তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫/আপডেট ; ১৭৪১ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।