ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

মধ্যরাতে খিলগাঁওয়ে বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪০, জানুয়ারি ২০, ২০১৫
মধ্যরাতে খিলগাঁওয়ে বাসে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: মধ্যরাতে রাজধানীর খিলগাঁওয়ে তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৯ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১২টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের নিচে পুলিশ ফাঁড়ির সামনের সড়কে এ নাশকতা চালানো হয়।



তবে বাসটিতে আগুন দেওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাত ১১টা ৪৫ মিনিটের দিকে তারা যাত্রীবাহী ওই বাসে অগ্নিসংযোগের খবর পান। সঙ্গে সঙ্গেই খিলগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ‍আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, দুর্বৃত্তদের আগুনে বাসটি প্রায় ভস্মিভূত হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে যাত্রাবাড়ীগামী বাসটি খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে পেছনে যাত্রী বেশে বসে থাকা চার যুবক নেমে যায়। এরপরই বাসটিতে আগুন ধরে যায়।

পুলিশ ধারণা করছে, গান পাউডার বা এ জাতীয় কোনো দ্রব্য দিয়ে অগ্নিসংযোগ করে থাকতে পারে নাশকতাকারীরা।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।