ঢাকা: অনেকদিন পর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ শূন্য দেখা গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে কার্যালয়ের সামনে কোনো পুলিশ কর্মকর্তা বা সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি।
তবে কেন্দ্রীয় কার্যালয়ের পূর্বপাশে রাস্তার ওপর রয়েছে পুলিশের এপিসি কার ও প্রিজন ভ্যান।
গত ৪ জানুয়ারি থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ নিয়মিত টহল দিলেও মঙ্গলবার সকাল থেকে তাদের দেখা যাচ্ছে না।
এদিকে, আগামী বুধ ও বৃহস্পতিবার (২১-২২ জানয়ারি) ঢাকা ও খুলনা বিভাগে বিএনপির ডাকা হরতালকে সামনে রেখে ফকিরাপুল, বিজয়নগর, নাইটিংঙ্গেল মোড়ে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ।
সড়কগুলো দিয়ে চলাচলকারী সব ধরনের যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। তল্লাশির কারণে বিএনপি কার্যালয়ের আশপাশের এলাকায় বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট।
৩ জানুয়ারি দিনগত মধ্যরাতে বিএনপি কার্যালয় থেকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটকের পর কর্মচারীদেরও বের করে দেওয়া হয়।
এরপর থেকে নেতাকর্মী শূন্য কার্যালয়টিতে এখন ভূতুড়ে অবস্থা বিরাজ করছে। কার্যালয়ের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে খবরের কাগজ।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫