ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে হরতালে সাড়া মেলেনি, আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
রাজশাহীতে হরতালে সাড়া মেলেনি, আটক ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: অবরোধ কর্মসূচির পাশাপাশি রাজশাহী মহানগরসহ জেলার নয় উপজেলায় নিরুত্তাপ হরতাল চলছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ হরতালে বিএনপির নেতাকর্মীদের মাঠে নামতে দেখা যায়নি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত কোথাও কোনো পিকেটিং বা সহিংসতার খবর পাওয়া যায়নি।

তবে জেলায় পুলিশের চলমান অভিযানে জামায়াত-বিএনপির চার কর্মীকে আটক করেছে পুলিশ।

এদিকে, অবরোধ ও হরতালের কারণে রাজশাহী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে সকাল থেকে আন্তঃজেলা রুটের বাস চলাচল করতে দেখা গেছে। এছাড়া মহানগরীর বিভিন্ন সড়কে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, মিশুক টেম্পোসহ হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী সিল্কসিটি ও খুলনাগামী কপোতক্ষ এক্সপ্রেস ট্রেনসহ বিভিন্ন রুটের আন্তঃনগর এবং লোকাল মেইল ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে।

সড়কগুলোতে উল্লেখ্যযোগ্য সংখ্যক পুলিশ, ৠাব ও বিজিবি’র টহল লক্ষ্য করা গেছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশ মোতায়েন রয়েছে।  

রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, জেলার চারঘাট, মোহনপুর ও গোদাগাড়ী থেকে জামায়াত-বিএনপি’র চার কর্মীকে আটক করা হয়েছে।    

বিএনপির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফাকে আটকের প্রতিবাদে রাজশাহীতে ২৪ ঘণ্টার হরতালের ডাক দেয় জেলা বিএনপি। সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জরুরি বৈঠক শেষে এ হরতাল পালনের ঘোষণা দেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট তোফাজ্জাল হোসেন তপু।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা, মহানগরসহ জেলার প্রতিটি উপজেলায় এ হরতাল আহ্বান করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।