ঢাকা: কোনো সংলাপ-সমঝোতা নয়, বিএনপির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের একাধিক নেতা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে আলোচনা সভায় আওয়ামী লীগ নেতারা এ হুঁশিয়ারি দেন।
সংগঠনের সভাপতি অধ্যাপক একেএম ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামছুল হক টুকু প্রমুখ।
হাছান মাহমুদ বলেন, এদের (বিএনপি) সঙ্গে কিসের সংলাপ? বিএনপি-জামায়াতকে শায়েস্তা করা হবে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। জনগণকেও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আওয়ামী লীগের এ কেন্দ্রীয় নেতা।
সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান বলেন, এভাবে চলতে থাকলে, খালেদা জিয়াকে দেশের মানুষ ঘেরাও করবে। মানুষের ক্রোধের আগুনে জ¦লে-পুড়ে ছাই হয়ে যাবেন তিনি।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াতের সঙ্গে সংলাপ নয়, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইয়াহিয়া-ভুট্টোর আলোচনার মতো তাদের সঙ্গে আলোচনা সফলও হবে না।
বিশে^র সব দেশে আইএস ও লাদেনদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হয়, আমরাও বাংলাদেশের বিএনপি-জামায়াতের বিরুদ্ধে তেমন ব্যবস্থা নেবো।
এসময় তাত্ত্বিক-বুদ্ধিজীবীদের সমালোচনা করে তিনি বলেন, দুই দলকে প্যারালাল করার চেষ্টা করেন। এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। তাদের স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের জনগণকে জিম্মি করে রাজনীতির রেওয়াজ চালু হতে দেবো না।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।
বাংলাদেশ সময় : ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫