ঢাকা: গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে পেশাগত স্বাধীনতা থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক রুহুল আমিন গাজী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে চাষী নজরুল ইসলাম স্মরণে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত নাগরিক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন ।
দেশে এখন একদলীয় শাসন ব্যবস্থা চলছে অভিযোগ করে রুহুল আমিন গাজী বলেন, দেশে এই অবস্থা চলতে দেওয়া যায় না । গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধভাবে চলমান আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানান তিনি।
গণতন্ত্র প্রতিষ্ঠায় চাষী নজরুল ইসলামের স্বপ্ন ছিলো উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রের আন্দোলন যতদিন চলবে বাংলার মানুষ ততদিন চাষী নজরুল ইসলামের নাম মনে রাখবে।
অনু্ষ্ঠানে চাষী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
চাষী নজরুল ইসলাম তার জীবদ্দশায় প্রায় ৩০টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। তিনি চারবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি নির্বাচিত হন। পরিচালনার স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে একুশে পদক, ১৯৮৬ ও ১৯৯৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
এছাড়াও আন্তর্জাতিক কালাকার পুরস্কার, বাংলাদেশ সিনে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড, শের-ই-বাংলা স্মৃতি পুরস্কার,বাংলাদেশ ন্যাশনাল ইয়ুথ অর্গানাইজেশন ফেডারেশন অ্যাওয়ার্ড, স্যার জগদীশ চন্দ্র বসু স্বর্ণপদক, জহির রায়হান স্বর্ণপদক, বিনোদন বিচিত্রা অ্যাওয়ার্ড ও জেনেসিস নজরুল সম্মাননা পদকসহ অসংখ্য পুরস্কার অর্জন করেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএফইউজের একাংশের সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’র সভাপতি অধ্যাপক একে এম আজিজুল হক, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, নার্সেস অ্যাসোসিয়েশনের সভানেত্রী জাহানারা বেগম, জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী মনির খান, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, চাষী নজরুল ইসলামের বড় মেয়ে মান্নি ইসলাম ও ছোট মেয়ে আন্নি ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫