ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে পুলিশ-স্বেচ্ছাসেবকদল ধাওয়া পাল্টা ধাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
সিলেটে পুলিশ-স্বেচ্ছাসেবকদল ধাওয়া পাল্টা ধাওয়া

সিলেট: সিলেটে পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর উপকন্ঠ টুকেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী অবরোধ ও সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নেতৃত্বে মিছিল বের করে নেতাকর্মীরা। এ সময় তারা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় জালালাবাদ থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে এসকে শাহীন নামে আরও এক ছাত্রদলকর্মীকে আটক করা হলে পুলিশের হাত ফসকে সে পালিয়ে যায়।

সিলেট জালালাবাদ থানার (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে স্বেচ্ছাসেবকদলের এক কর্মীকে আটক করেছে। অন্যরা ধাওয়া খেয়ে পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।