ঢাকা: চলমান রাজনীতিতে খালেদা জিয়াকে ভিলেন আখ্যা দিয়ে তাকে মোকাবেলা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে রুপসী বাংলা পুরস্কার ও বঙ্গবন্ধুকে নিয়ে অডিও সিডি প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, রাজনীতির খলনায়ক হচ্ছেন খালেদা জিয়া। আগুন দিয়ে মানুষ পোড়ানোর মধ্য দিয়ে রাজনীতিতে ভিলেন হিসেবে আবিভূর্ত হয়েছেন তিনি। তাই রাজনীতির খলনায়কের সঙ্গে কোনো সংলাপ, সমঝোতা হয় না।
তিনি বলেন, এ রাজনীতির ভিলেনকে মোকাবেলা ছাড়া বাংলাদেশ সামনে এক পা-ও এগুতে পারবে না। যেভাবে রাজাকার, সামরিক শাসকদের মোকাবেলা করা হয়েছে একইভাবে সমাজ ও রাজনীতির ভিলেন খালেদাকে মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
হাসানুল হক ইনু বলেন, ১৯৭১-এ যারা রাজাকার ছিল তারা ভিলেন, খলনায়ক। ৭১ এর পরের সামরিক খলনায়ক হচ্ছেন মোসতাক ও জিয়া। রাজনীতির ভিলেন হচ্ছে জঙ্গিবাদীরা।
এ খলনায়কদের পরাজিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
খালেদাকে অসুর উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, খলনায়ক ও অসুর’র মাঝে পার্থক্য রয়েছে। অসুর কিন্তু খারাপ। অসুর সব কিছু ধ্বংস করে দেয়।
খালেদা জিয়া ঠান্ডা মাথায় দানবীয়ভাবে মানুষগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে মারছে। আপনি (খালেদা জিয়া) যতই গণতন্ত্রের ঘোমটা পরেন না কেন আপনি কিন্তু জঙ্গিবাদের বন্ধু।
জীবনানন্দ উৎসব কমিটি ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে পাঁচজন কবিকে জীবনানন্দ রুপসী বাংলা পুরস্কার প্রদান করা হয়।
কবিদের উদ্দেশ্যে হাসানুল হক ইনু বলেন, চলমান সংকটে মানুষের মাঝে মনুষ্যত্ব জাগিয়ে তোলার জন্য কবিদের গুরুতপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যারা মানুষ হতে পারবেন না তারা অসুর হিসেবে বিবেচিত হবেন বলেও মনে করেন তিনি।
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিকারীদের মূর্খ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে যারা কটুক্তি করেন তারা মূর্খ। তাদের সঙ্গে বিতর্ক না করাই ভালো। বঙ্গবন্ধু বীজ বপন করে গেছেন আমরা তার ফল খাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫