ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজধানীর নিউমার্কেটে ককটেল বিস্ফোরণ, আহত ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
রাজধানীর নিউমার্কেটে ককটেল বিস্ফোরণ, আহত ৮

ঢাকা: রাজধানীর নিউমার্কেটের দুইনম্বর গেট সংলগ্ন রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধ সমর্থকরা। এঘটনায়  দুই ছাত্রসহ আটজন আহত হয়েছেন।



বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ঢাকা কলেজের এইচএসসি পরীক্ষার্থী পিয়ার হোসেন (১৭), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. শহিদুল (২৫), হকার সজল মিয়া (১৯), শাহজাহান (২০) ও নাজিমউদ্দিন (২০), বড়ই বিক্রেতা দুইভাই  জামাল হোসেন (৫৫) ও জয়নাল হাজারী (২০) এবং রিকশা চালক আবদুল হক (৩০)।

আহতদের মধ্যে ঢাকা কলেজের ছাত্র পিয়ার হোসেনের (১৭) অবস্থা গুরুতর। তার কপালে ও দুই হাতে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেককে ওর্য়াডে স্থানান্তরিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫, আপডেট ২০০৭ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।