ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

রাজনীতি

২৪ ঘণ্টার মধ্যে হরতাল-অবরোধ প্রত্যাহার না হলে ঘেরাও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
২৪ ঘণ্টার মধ্যে হরতাল-অবরোধ প্রত্যাহার না হলে ঘেরাও ছবি: সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ২৪ ঘণ্টার মধ্যে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে মুজিব সেনা ঐক্য লীগ নামক একটি সংগঠন জানিয়েছে, তা না হলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয় ঘেরাও করবে তারা। একই সঙ্গে আন্দোলনের নামে হরতাল-অবরোধ, সন্ত্রাস-সহিংসতা ও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার দায়ে খালেদা জিয়াকে গ্রেফতারের দাবিও জানিয়েছে সংগঠনটি।



সংগঠনটির তিন শতাধিক নেতাকর্মী খালেদার  কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে এসে রোববার (১৫ ফেব্রুয়ারি) এসব দাবি জানিয়েছেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুসারে বেলা পৌনে বারটার দিকে এ অবস্থান কর্মসূচি পালন করতে আসে সংগঠনটি। তবে গুলশান-২ এর ৮৬ নম্বর রাস্তার দক্ষিণ পাশে তাদেরকে আটকে দিয়ে কার্যালয়ের সামনে যেতে দেয়নি পুলিশ।

এরপর থেকে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে হরতাল-অবরোধ, সন্ত্রাস-সহিংসতা ও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে স্লোগান দিচ্ছেন মুজিব সেনা ঐক্য লীগের নেতাকর্মীরা।

আন্দোলনের নামে মানুষ হত্যার হরতাল-অবরোধ কর্মসূচি প্রত্যাহারে খালেদার প্রতি ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সংগঠনের নেতাকর্মীরা জানিয়েছেন, তা না হলে সোমবার (১৬ ফেব্রুয়ারি) কার্যালয় ঘেরাও করবেন তারা।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

** খালেদার কার্যালয়ের সামনে বিএনএফের অবস্থান
** খালেদার কার্যালয়ের কাছে ছাত্রীদের মানববন্ধন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ