ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

রাজনীতি

২০ ফেব্রুয়ারি দেশব্যাপী ১৪ দলের গণমিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫২, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
২০ ফেব্রুয়ারি দেশব্যাপী ১৪ দলের গণমিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতালের প্রতিবাদে আগামী ২০ ফেব্রুয়ারি দেশব্যাপী গণমিছিল কর্মসূচি পালন করবে ১৪ দল। রোববার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।


 
বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কর্মসূচির কথা জানান।
 
নাসিম বলেন, ২০ ফেব্রুয়ারি বিকেল ৪টায় এ গণমিছিল শুরু হবে। কেন্দ্রীয়ভাবে বঙ্গবন্ধু এভিনিউ থেকে গণমিছিলটি শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে গিয়ে শেষ হবে। একইভাবে বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে শান্তিপূর্ণ গণমিছিল অনুষ্ঠিত হবে।
 
এছাড়াও ১৬ ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত জনসভা অনুষ্ঠিত হবে উত্তরার আজমপুরে।
 
১৪ দলের আরো কর্মসূচির মধ্যে রয়েছে- ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ব্যাবসায়িক ও বিভিন্ন পেশার মানুষের সঙ্গে ধানমন্ডির কার্যালয়ে বৈঠক। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি রাজশাহীর কাটাখালিতে ১৪ দলের জনসভা হবে।
 
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে ১৪ দলের নেতারা বৈঠকে অংশ নেন।
 
নাসিম বলেন, বিএনপি নেত্রীর দেয়া হরতালে জনগণের সাড়া দূরের কথা, এখন তামাশায় পরিণত হয়েছে। দোকান-পাট, অফিস আদালত, স্কুল-কলেজ চলছে স্বাভাবিক নিয়মে।

মানুষ পোড়ানোর রাজনীতি বন্ধ করে জনগণকে ঐক্যবদ্ধ করতে এ নতুন কর্মসূচি দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়াকে সংলাপের জন্যে বারবার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনি সে আমন্ত্রণে সাড়া দেননি। শেখ হাসিনার ফোনও ফিরিয়ে দিয়েছেন। খালেদা জিয়ার সঙ্গে আর কোনো সংলাপ নেই।
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দানবের সঙ্গে কোনো আপোষ হতে পারে না। দানবকে নির্মূল করতে হবে।

এ সময় খালেদা জিয়াকে সন্ত্রাসের রানী আখ্যা দেন ইনু।    
 
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ