ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

রাজনীতি

না.গঞ্জে আ.লীগের প্রতিরোধ মঞ্চে ককটেল সাদৃশ্য বস্তু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৪, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
না.গঞ্জে আ.লীগের প্রতিরোধ মঞ্চে ককটেল সাদৃশ্য বস্তু

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আওয়ামী লীগের প্রতিরোধ মঞ্চ থেকে তিনটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে এসব বস্তু উদ্ধার করা হয়।



ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, স্থানীয় প্রহরীরা এসব বস্তু দেখে পুলিশকে খবর দেয়। লাল স্কচটেপ মোড়ানো জর্দার কৌটাগুলো উদ্ধারের পর পানি ভর্তি বালততিতে রাখা হয়েছে। পরীক্ষার পর বলা যাবে এগুলো আদৌ ককটেল নাকি বস্তু।

দেশব্যাপী অবরোধ ও হরতালের বিরোধীতা করে ফতুল্লার পঞ্চবটিতে প্রতিরোধ মঞ্চে প্রতিদিন সভা, সমাবেশ ও সঙ্গীতানুষ্ঠান চলে।

এর আগেও ফতুল্লার কাশীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময় : ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ