ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

রাজনীতি

রাণীরবন্দরে আহত জামায়াত নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
রাণীরবন্দরে আহত জামায়াত নেতার মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বাজার এলাকায় সংঘর্ষে গুলিবৃদ্ধ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমানের (২৮) মৃত্যু হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য রোববার (১৫ ফেব্রুয়ারি) দিনাজপুর থেকে ঢাকায় নেওয়ার পথে বিকেল ৩টায় পথে টাঙ্গাইলে তার মৃত্যু হয়েছে।


 
দিনাজপুর চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

এরআগে শনিবার রাতে রাণীরবন্দর বাজার এলাকায় নাশকতার মামলায় অভিযুক্ত আসামি খোদাবক্সকে (৩৮) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংর্ঘষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হন জামায়াত নেতা মতিয়ারসহ দুইজন। পরে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, জামায়াত নেতা মতিয়ারের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিকেল সাড়ে ৩টায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দিনাজপুর-রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় ও কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এতে অন্তত ৬ জন আহত হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অপরদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে রাণীরবন্দর বাজার ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক বিজিবি ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।