ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

রাজনীতি

ফেনীতে কাভার্ডভানে পেট্রোলবোমায় দগ্ধ ১, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
ফেনীতে কাভার্ডভানে পেট্রোলবোমায় দগ্ধ ১, আহত ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যানে পেট্রোল বোমা ও অপর একটিতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
 
এতে হোসেন মিয়া নামে কাভার্ডভ্যানের হেলপার অগ্নিদগ্ধ ও চালক আব্দুল হালিম (৪৮) আহত হন।

অপর কাভার্ডভ্যানের চালক উদয় ককটেলের স্প্লিন্টারে আহত হন।  
 
রোববার রাত পৌনে ৯টার দিকে মহাসড়কের ফেনী সদরের রামপুর রাস্তার মাথা ও মধুপুর রাস্তার মাথা এলাকায় এসব ঘটনা ঘটে।
 
গুরতর আহত অগ্নিদগ্ধ হেলপার হোসেন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট এবং আহত উদয় ও আব্দুল হালিমকে ঢামেক জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
 
অগ্নিদগ্ধ হোসেন মিয়া রক্ষীপুরের রামগতির চরমাঠন এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। আহত আব্দুল হালিম মুন্সীগঞ্জের শ্রীপুরের আব্দুর রাজ্জাকের ছেলে এবং উদয় শেরপুরের গৌরীপুরের খোকন মিয়ার ছেলে।  
 
ফেনী সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) অসীম কুমার জানান, হোসেন মিয়ার শরীরের ৫০ ভাগ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।  
 
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫/ আপডেটেড: ০১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।