ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

রাজনীতি

এনায়েতপুরে বিএনপি-জামায়াতের ১০ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
এনায়েতপুরে বিএনপি-জামায়াতের ১০ কর্মী আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলায় বিএনপি-জামায়াতের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটককর্মীরা হলেন-এনায়েতপুরে গোপিনাথপুরের আব্দুল কাইয়ুমের ছেলে দেলোয়ার হোসেন, আজুগড়ার আতাহার আলীর ছেলে জিয়াউল হক, মোকছেদ আলীর ছেলে নুর আলম, গোপরেখীর জয়েন ফকিরের ছেলে আলম ফকির, হোসেন সেখের ছেলে হাসেম মুন্সী, খুকনীর আবু তারার ছেলে সাদ্দাম হোসেন, রুপসীর খলিলুর রহমানের ছেলে ইয়াকুব আলী, সৈয়দপুরের সিকান্দার আলীর ছেলে হাসেম মুন্সী। বাকি ২জনের নাম জানা যায়নি।
 
এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক ১০কর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।